DIGITAL

May 30, 2023

APTCE 18538973148

সোনা পুর গ্রামের ধর্ম প্রান মহিলা শিল্পী দাস প্রয়াত

 নিজস্ব সংবাদদাতা বড় খলা 17 ই ডিসেম্বর– বড় খলা থানার অন্তর্গত সোনা পুর প্রথম খণ্ডের ধর্ম প্রা ন  মহিলা শিল্পী দাস গতকাল ভোর ছয়  ঘটিকা র সময় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । সুত্রের খবর  দীর্ঘদিন ধরেই  তিনি  কিডনি সমস্যা জনিত রোগে ভুগছিলেন , চিকিৎসক গণ অনেক চেষ্টা করে ব্যর্থ হন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল 54 বছর । তিনি দুই কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন ।তার মৃত্যুতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি গণ শোক প্রকাশ করে  পরিবারের সদস্যদের সমসমবেদনা জানান ।