বিপ্লব কর চৌধুরী বি হাড়া 18 ই ডিসেম্বর —– গত 15 ই ডিসেম্বর ধল ছড়া কেন্দ্রীয় বিদ্যালয়ে র সাতান্ন তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হয় । সকাল নয় ঘটিকা র সময় বিদ্যালয়ে র পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয় । পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ে র অধ্যক্ষ নীরা জ কুমার দুবে , উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে বিদ্যালয়ে র ছাত্র ছাত্রীরা ।
প্রদীপ প্রজ্বলন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ে র শিক্ষক শিক্ষিকারা ।সরস্বতী বন্দনা সহ কবিতা , সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয় ।বিদ্যালয় বিষয়ে বক্তব্য রাখে এই বিদ্যালয়ে র ছাত্র শৌভিক চন্দ । অনুষ্ঠানে শিক্ষক জীবনের অভিজ্ঞতা ছাত্র ছাত্রীদের মধ্যে তুলে ধরেন শিক্ষক ইয়া কুব ও বি এম ভার্মা ।পরিশেষে অধ্যক্ষ নীরা জ কুমার দূরে বিদ্যালয় সম্পর্কে সারগর্ভ বক্তব্য রেখে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান ।পরিশেষে বিদ্যালয়ে র তরফে মিষ্টি বিতরণ করা হয় । অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন শিক্ষক ইয়া কুব মহাশয় ।