DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

বিক্রম পুর সমবায় সমিতির ডিলার নিয়োগ নিয়ে স্বজন পোষনের অভিযোগ উঠেছে

 নিজস্ব সংবাদদাতা কাঠি গড়া 18 ই ডিসেম্বর—- বিগত করোনা  সংক্রমণ কালে বিক্রম পুর সমবায় সমিতির  ন বে ন্দু  ভট্টাচার্যে র মৃত্যুর পর সমিতির পরিচালন সমিতির সিদ্ধান্ত মতে সমিতির সম্পাদক নূতন ভাবে ডিলার নিয়োগ করার উদ্দেশ্যে  বিজ্ঞাপন প্রকাশ করেন  । এখানে উল্লেখ্য যে বর্তমান সময়ে শিক্ষিত বেকার যুবকেরা চাকরি র জন্য হন্যে হয়ে ঘুরছেন , সেই সময় এই  ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি দেখে স্থানীয় যুবক দের মধ্যে উৎসাহ দেখা দেয় , সেই মর্মে মোট এগারো জন শিক্ষিত যুবক আবেদন করেন । কিন্তু অতীব  দুঃখের বিষয় এই এগারো জন আবেদন কারী দের কোন সাক্ষাত কার   না নিয়ে পরিচালন সমিতি  তাদের বাছাই করা অন্য একজনকে নিয়োগ করার সিদ্ধান্ত পাকা করে নিয়েছেন বলে  অভিযোগ উঠেছে । এই খবর ছড়িয়ে পড়তেই  আবেদন কারী যুবক দের মধ্যে বিরূপ প্রভাব পরিলক্ষিত হয় , তাদের অভিযোগ  পরিচালন সমিতির  উদ্দেশ্য যদি এমনটাই ছিল তাহলে কেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো?  সূত্রের মতে বিরাট অঙ্কের লেনদেনের মাধ্যমে  নিয়োগ কার্যকর করা হয়েছে ।

                   এব্যাপারে সমিতির সম্পাদক কে টেলিফোন  করলে তিনি সমবায় আইনের উপ বিধির কথা বলে সমিতির পরিচালন সমিতির উপর দোষ চাপিয়ে কেটে পড়েন ।  এই অবৈধ নিয়োগ নিয়ে বঞ্চিত  আবেদন কারী গন  আইনের দ্বারস্থ হতে সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর পাওয়া গেছে ।