নিজস্ব সংবাদদাতা ২০ ডিসেম্বর শিলচর —- ভারতের নির্বাচন কমিশন ২০২১ এর বিধানসভা নির্বাচনের ৫ রাজ্যের নির্বাচনের তারিখ ঘোষণা করতেই সব রাজনৈতিক দলের নেতাদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। আসাম রাজ্যের নির্বাচনের তারিখ এপ্রিল মাসের ৩১ তারিখ ধার্য করা হয়েছে। এমনিতেই টিকিট প্রত্যাশী গন যে ভাবে আজ কয়েক মাস থেকে মাঠ চষে বেড়াচ্ছেন এখন তার গতি দ্বিগুণ হয়ে গেছে আজ বরখলা সমষ্টির বিভিন্ন এলাকায় বিজেপির টিকিট আদায়ের লক্ষে আমলেন্দু দাস এক বাইক রেলির আয়োজন করেন , এখানে উল্লেখ্য যে আজকের এই রেলিতে যুবকদের অংশ গ্রহন চোখে পড়ার মত। এবারের নির্বাচনে বরখলা সমষ্টি তে কংগ্রেস ও বিজেপি দলের টিকিট পেতে বেশ কিছু নাম প্রকাশ্যে এসেছে ,কে নেই ময়দানে ,প্রাক্তন দুই বিধায়ক ছাড়া বর্তমান বিধায়ক ও টিকিট পেতে তদ্বির করেছেন। এদিকে কংগ্রেস দলের টিকিট পাকা হয়ে গেছে বলে সুত্রে প্রকাশ ,এদিকে বিজেপি দলের বর্তমান বিধায়ক থাকা স্বত্বে একাধিক বিজেপি নেতা যে ভাবে মাঠ চষে বেড়া চ্ছেন তা নিয়ে আজ জোরদার চর্চা চলছে।