নিজস্ব সংবাদদাতা 21 শে ডিসেম্বর শিলচর– সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে হলে আধার কার্ড বাধ্যতা মূলক করার কথা ঘোষণা করতেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় প্রতিটি আধার কেন্দ্রে দেখা যাচ্ছে ।একসময় প্রধান মন্ত্রী আবাস যোজনা র জন্য আধার কার্ড আবশ্যক হয়ে পড়ায় একাংশ মানুষের ভিড় দেখা গেছিল , এখন আবার রেশন কার্ডে আধার সংযোগ করার নির্দেশ দেওয়ায় পূর্বে র তুলনায় ভীড় দ্বিগুণ হয়ে গেছে । যদিও বিভিন্ন কেন্দ্র থেকে অভিযোগ পাওয়া গেছে যে একাংশ এজেন্টের মাধ্যমে কর্মী গন ঘুরপথে তাড়াতাড়ি কাজ করে দেওয়ার নামে অর্থ আদায় করছেন , তথাপি সাধারণ মানুষের ভীড় কমছে না ।
এদিকে একাংশ জনসাধারণ যারা পূর্বে এন আর সি র সময় হাতের ছাপ দিয়েছেন তারা এখন আর আধার কার্ড পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ।কারন আধার কেন্দ্রে তাদের নাম আপলোডকৃত হয়ে গেছে দেখা যায় । এনিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে ।অনেকেই অভিযোগ করেছেন কতৃপক্ষ বলেছেন আপনারা রাজস্ব চক্রে গিয়ে খবর নিন আবার অনেক কে বলতে শুনা গেল যে তাদেরকে বলা হয়েছে দিল্লীর নির্দেশ না আসলে তারা নাম তুলতে পারবেন না ।এসব অভিযোগ জানার পরও কোন নেতা মন্ত্রীর সাড়া মেলেনি । এই প্রতিবেদক এক সূত্রে জানতে পেরেছেন যে মহামান্য সুপ্রীম কোর্টের নির্দেশে এন আর সি কতৃপক্ষ আগে ভাগে যারা নাম ছুট হবেন ভবিষ্যতে তাদেরকে চিহ্নিত করতে বায়ো ম্যাট্রিক পদ্ধতি ব্যবহার করে রেখে দিয়েছে । তাই এব্যাপারে দৌড় ঝাঁপ করে কোন লাভ হবে না । যেমনটা একবার ভোটার তালিকায় ডি লেগে গেলে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ না আসলে তা যেমন সরে না ঠিক তেমনি যারা এন আর সি কেন্দ্রে গিয়ে হাতের ছাপ দিয়েছেন মনে হয় তাদের আধার কার্ড পাওয়ার সম্ভাবনা আপাতত ক্ষীণ । এব্যাপারে ব্রহ্ম পুত্র এলাকার বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন সচেতন নাগরিক গন । সামাজিক মাধ্যমে এই ভোগান্তির খবর চাউর হয়েছে তথাপি ঘুম ভাঙলো না জন দরদী নেতাদের ।এব্যাপারে বিভিন্ন সংগঠনের নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে ।