DIGITAL

September 24, 2023

APTCE 18538973148

উদার বন্দ বিধানসভা সমষ্টি তে বিজেপির টিকিট পেতে মাঠে নামলেন শ্যামাপদ রায়

 ইউসুফ আলী বড় ভূঁইয়া শিলচর 21 শে ডিসেম্বর—- নির্বাচনের দিন ঘোষণা করতেই প্রতিটি রাজনৈতিক দলের নেতা কর্মীদের তৎপরতা শুরু হয়েছে । উদার বন্দ বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে নির্বাচনে অবতীর্ণ হতে বেশ কিছু নেতা র নাম শুনা যাচ্ছে , তার মধ্যে  নীরবে নিভৃতে জনসংযোগ রক্ষা করে চলেছেন শিলচর রংপুর এলাকার বাসিন্দা প্রবীন বিজেপি নেতা শ্যামাপদ রায় । এক সাক্ষাৎকারে তিনি বলেন একমাত্র তিনিই প্রথম রংপুর এলাকায় বিজেপির ঝাণ্ডা পুতে ন , তিনি ওতপ্রোত ভাবে সংঘ পরিবারের সঙ্গে জড়িত । তিনি আরও জানান  শিলচর শহর মণ্ডল বিজেপির দুই বারের সম্পাদক ছিলেন এবং রংপুর মণ্ডলের ও সভাপতি ছিলেন । তাছাড়া ওয়ার্ল্ড কমিশনার হিসেবে সুনাম অর্জন করেন ।

                 প্রতিটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থেকে জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে সাহায্য করেন । বিগত করোনা সংক্রমণ কালে উদার বন্দ বিধানসভা কেন্দ্রের প্রতিটি গ্রামে  গিয়ে ত্রান সামগ্রী বন্টন করেন । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রায় বাবু  এমন একজন মানুষ রাতে বিরে তে  মানুষের পাশে দাঁড়ান , এক কথায় সমাজ দরদী হিসাবে  সুপরিচিত । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোট যুদ্ধে অংশগ্রহণ করলে জয় অবধারিত ।