বিপ্লব কর চৌধুরী বি হাড়া 21 শে ডিসেম্বর —–আজ কাঠি গড়া থেকে বড় খলা যাওয়ার পথে প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাসের কনভয় বি হাড়া বাজারে আটকে এই এলাকার বিশিষ্ট সমাজসেবী সুবীর দাস এই এলাকার জনগণের পক্ষে কালা ইন থেকে বি হাড়া বাজার পর্যন্ত বেহাল রাস্তার কথা তুলে ধরেন প্রদেশ সভাপতি মনযোগ দিয়ে তার কথা শুনে বলেন যে আসাম মালা প্রকল্পের অধীনে এই রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে এবং অতি সত্বর এই রাস্তার কাজ শুরু করা হবে । সুবীর দাস আরও বলেন যে গড়ের ভিতর জিপি র প্রধান মন্ত্রী আবাস যোজনা র জি ও টেক এখনও সম্পূর্ণ হয়নি , প্রদেশ সভাপতি এই বিষয়ে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন ।
এদিকে আজকের এই দাবি তুলে ধরার সময় গৌতম রায় ধ্বনি উঠার বিষয় বিশেষ তাৎপর্য পূর্ণ বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহলের কর্মী গন , তাহলে কি একুশের নির্বাচনে গৌতম রায় কাঠি গড়া তে বিজেপির টিকিটে অবতীর্ণ হবেন । এনিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে । আজকের এই সফর কালে প্রদেশ সভাপতির সাথে ছিলেন শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায় সহ জেলা বিজেপির কর্মকর্তা গন ।