DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

কৃষি বিলের বিরুদ্ধে উদার বন্দ যুব কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন

  ইউসুফ আলী বড় ভূঁইয়া শিলচর 22 শে ডিসেম্বর——কেন্দ্র সরকারের কৃষি বিলের বিরুদ্ধে গর্জে উঠলো উদার বন্দ যুব কংগ্রেস কমিটির সদস্যরা ।আজ রংপুর বাস স্ট্যান্ডে বিশাল সংখ্যক যুব কংগ্রেস কর্মীরা একত্রিত হয়ে কেন্দ্র সরকার ও আসাম সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেন  । প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা তীব্র ভাষায় সরকারের সমালোচনা করেন ।তারা যতদিন পর্যন্ত এই বিল  প্রত্যাহার করা হবে না ততদিন আন্দোলন চালিয়ে যাবেন বলে দৃঢ়স্বরে আওয়াজ তুলে বিক্ষোভ দেখান ।

                     প্রতিবাদী যুব কংগ্রেসের  সদস্যরা এক সময় ধৈর্য্য হারিয়ে ফেলে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর কুশ পুতুল দাহ করেন , এই সময় পুলিশ এসে আন্দোলন কারী দের আটক করে শিলচর সদর থানায় নিয়ে যায় , পরে অবশ্য জামিনে মুক্তি দেওয়া হয় ।মুক্তির পর জেলা পরিষদ সদস্য বেলি যারা বেগম বলেন যে তাদের আন্দোলন আরও জোরদার করা হবে । আজকের এই প্রতিবাদী  আন্দোলনে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন আজ হার উদ্দিন, শাহ বাজ আহমেদ , রঞ্জিত দেবনাথ প্রমুখ ।এখানে উল্লেখ্য যে এই বিলের বিরোধিতা করে আসছে অন্যান্য রাজনৈতিক দল ও ।