বিশেষ প্রতিবেদন 24 শে ডিসেম্বর শিলচর—- আসন্ন অমিত শাহের আসাম সফর কালে গুযাহাটি তে আসাম কংগ্রেসের বেশ কিছু বর্তমান ও প্রাক্তন মন্ত্রী বিধায়ক আনুষ্ঠানিক ভাবে বিজেপি দলে যোগদান করার সম্ভাবনা আছে বলে সূত্রে জানা গেছে । সম্প্রতি বড়ো ল্যান্ড নির্বাচনে বিজেপির উত্থান দেখে অনেকেই ক্ষমতার লোভে তথা রাজনৈতিক জীবনের গতি অব্যাহত রাখতে গেরুয়া বসন পড়ার জন্য উদগ্রীব হয়ে আছেন ।
যদিও বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে জনসাধারণের মধ্যে ক্ষোভ দেখা দেয় তথাপি যখনই যে দলের সরকার মসনদে আসীন থাকে সেদিকেই জনস্রোত বহিতে থাকে সেই ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক দলের নেতা কর্মীদের তৎপরতা লক্ষ্য করা যায় । এমনটাই হতে চলেছে বলে খবর চাউর হয়েছে , বিশ্বস্ত সূত্রে জানা গেছে এখন পর্যন্ত বরাক উপত্যকা থেকে রাজদীপ গোয়ালা , ডাঃ রুমি নাথ রাহুল রায় পা বাড়িয়ে দিয়েছেন অন্যদিকে অজন্তা নিয়োগ সহ আরও অনেকে বিজেপি দলে যোগদান করতে পারেন বলে জানা গেছে ।এখন পর্যন্ত আসামে যে প্রবনতা দেখা যাচ্ছে আগামী দিনে সরকার গড়তে বিজেপি দলের অনেক নীতি নিয়ম শিথিল করে দলের ভীত মজবুত করতে যে পিছপা হবেন না সেটা আঁচ করা যাচ্ছে ।এদিকে বরাক উপত্যকায় নেতা মন্ত্রীর হাট বসেছে সেখানে ও এসব নিয়ে জোর চর্চা চলছে , এদিকে সংখ্যালঘু ভোট টানতে যে সব করতে হয় সেটা নিয়ে নে ডার আহ্বায়ক ডঃ হেমন্ত বিশ্ব শর্মা তৎপর হয়েছেন ।একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে করিম গঞ্জ জেলার এই বিজেপি কার্য নির্বাহী সম্মেলনের আয়োজন অনেক তাৎপর্য পূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল ।যদি সত্যিই কংগ্রেসের তাবড় তাবড় নেতারা বিজেপি দলে যোগদান করেন তাহলে আগামী দিনে আসামের
রাজনৈতিক পটভূমিতে এক পরিবর্তন আসবে বলে অনুমান করা যাচ্ছে।