DIGITAL

November 27, 2023

APTCE 18538973148

আসাম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হলেন এক চা শ্রমিকের সন্তান

 অসীম রায় 25 শে ডিসেম্বর শিলচর— মেধার পরিধি জাতি ধর্ম বর্ণ  ও সামাজিক প্রতিপত্তি যে অতিক্রম করতে পারে তা করিয়ে দেখিয়ে দিলেন এক চা শ্রমিকের কৃতি সন্তান । সংবাদে জানা গেছে কাছাড় জেলার বড় খলা সমষ্টি র ড লু চা বাগানের শ্রমিক স্বর্গীয় ভ বো   চাষা ও মাতা দীপালী চাষা র  পুত্র বিক্রম চাষা । গতকাল আসাম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা র ফলাফল ঘোষণার পর দেখা গেলো বিক্রম চাষা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন । তার এই সফলতার খবর চাউর হতেই বিশেষ করে বরাক উপত্যকার চা বাগান গুলিতে আনন্দের জোয়ার বয়ে আসে ।তার এই সফলতা আগামী দিনে চা বাগানের শ্রমিকদের মধ্যে উৎসাহ জাগাবে বলে মনে হচ্ছে ।

                    

পাঁচ বছর বয়সে বিক্রম পিতৃহারা হন , মা দীপালী চাষা বাগানের পাতি তোলার কাজ করে  বিক্রম কে পড়াশুনা করতে অনুপ্রাণিত করেন , মেধাবী বিক্রম ও নাছোড় বান্দা , দারিদ্রতা কে একপাশে রেখে অক্লান্ত পরিশ্রম করে একে একে স্নাতক স্তরে উন্নীত হন এবং অর্থ নীতি সহ বিভিন্ন ডিপ্লোমা কোর্স করে কাছাড় এইচ এস স্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন , এই সময়ে অযথা সময় নষ্ট না করে আসাম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা র জন্য তৈরি হন । অবশেষে তার এই অক্লান্ত পরিশ্রমের ফসল গতকাল ঘরে উঠলো । তার এই সাফল্যের জন্য  সমগ্র বড় খলা এলাকার বিশিষ্ট ব্যক্তি গন তাকে অভিনন্দন জানিয়েছেন । তার এই সাফল্য বাগান শ্রমিকদের ছেলে মেয়েদের কাছে এক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল ।