DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউ র একশত ছয় তম শুভ আবির্ভাব উৎসবের প্রস্তুতি চূড়ান্ত

 নিজস্ব সংবাদদাতা 26 শে ডিসেম্বর শিলচর—প্রতি বৎসরের ন্যায় এবার ও শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউ র একশত ছয় তম শুভ আবির্ভাব দিবস যথাযোগ্য ভক্তি সহকারে আগামী 29 শে ডিসেম্বর 2020 ইংরেজি থেকে 31  শে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কার্য সূচী র মাধ্যমে  শ্রী শ্রী রাধারমণ  সেবা শ্রম  প্রাঙ্গণ ন্যাশনাল হাই ওয়ে রোড শিলচরে উদযাপন করা হবে ।গতকাল এই প্রতিবেদক উৎসব  প্রাঙ্গনে উপস্থিত হলে উৎসব উদযাপন কমিটির  কর্তা গন জানান , এবার ও উদযাপন করতে কোন খামতি রাখা হবেনা , ভক্ত বৃন্দ  সামর্থ অনুযায়ী সবাই  দান করছেন এবং উৎসব কে আনন্দ মুখর করে তুলতে এগিয়ে আসছেন ।

                      এই মহতী উৎসবের কার্য সূচী র বিষয়ে জানতে চাইলে তারা বলেন  আমাদের তিন দিবসের কার্য সূচী র মধ্যে  আগামী 29 শে ডিসেম্বর শুভ অধিবাস ,30 শে ডিসেম্বর পূজা অর্চনা সহ গীতা পাঠ , ভজন কীর্তন ,31 শে ডিসেম্বর নগর পরিক্রমা শেষে ভোগ নিবেদন , দীক্ষা গ্রহন , তারপর দুপুর  দুই ঘটিকা থেকে বিকাল সাড়ে চার ঘটিকা পর্যন্ত মহা প্রসাদ বিতরণ পরিশেষে বিকাল পাঁচ ঘটিকা র সময় এই তিন দিবসের অনুষ্ঠানে র পরিসমাপ্তি ঘোষণা করা হবে ।

                        এই মহতী অনুষ্ঠানের বিষয়ে প্রয়োজন সাপেক্ষে নিম্ন বর্ণিত কর্ম কর্তা দের সাথে যোগাযোগ করার জন্য উদযাপন কমিটির তরফে জানানো হয়েছে ,। সর্ব শ্রী মিহির রঞ্জন পাল মোবাইল নাম্বার  9435173153 , কল্যান দেব মোবাইল নাম্বার 9954050213, শান্তুনু 

পাল মোবাইল নাম্বার ন9435740654 গোপাল পুর  কায় স্থ মোবাইল নাম্বার 6001041261