ইউসুফ আলী বড় ভূঁইয়া শিলচর 27 শে ডিসেম্বর—- গত 24 শে ডিসেম্বর আমসু র কাছাড় জেলা কমিটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল । সেই সাংবাদিক সম্মেলনে কমিটির কর্ম কর্তা গন বিশ্ব হিন্দু পরিষদ ও বজ রং দলের মিছিলে অস্ত্র নিয়ে মিছিল করার জন্য তীব্র প্রতিবাদ জানান । এদিকে সত্য রঞ্জন বরা সম্প্রতি বরাক উপত্যকা সফর কালে যেভাবে সাম্প্র দায়ি ক বক্তব্য রেখেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে সরকারের প্রতি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয় । এখানে উল্লেখ্য যে উক্ত সত্য রঞ্জন বরা দীর্ঘ দিন ধরেই মুসলিম বিদ্বেষী বক্তব্য রেখে চলেছেন কিন্তু বর্তমান সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় কমিটির সদস্যরা খেদ ব্যক্ত করেন । তারা অবিলম্বে এই ধরনের মন্তব্য বন্ধ না করলে আন্দোলনের পথে এগোতে বাধ্য হবেন বলে হুশিয়ারি দেন ।এদিনের সাাংাংবা সম্মেলনে উপস্থিথ ছিলেন আমসু র কাছাড় জেলা কমিটির জাাাভেদ লস্কর , সোহেল খান প্রমুখ ।