নিজস্ব সংবাদদাতা কাঠি গড়া 27 শে ডিসেম্বর– তেরো ই পৌষ 1427 বাংলা 29 শে ডিসেম্বর মঙ্গলবার শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউ র একশত ছয় তম শুভ আবির্ভাব দিবস পালন করতে তিনি র ভক্ত বৃন্দ দের মধ্যে বিরাট উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে । সমগ্র উত্তর পূর্বাঞ্চল সহ সুদূর বাংলাদেশ থেকে ও এই দিবস পালনের খবর পাওয়া গেছে । বসে নেই আমাদের বরাক উপত্যকা।
আজ বিকেলে বি হাড়া রাধারমণ সেবা ধামে গিয়ে উপস্থিত হলে দেখা গেলো এই সেবা ধামে ও ভক্তেরা গুরু দেবের একশত ছয় তম আবির্ভাব দিবস পালন উপলক্ষে উৎসব স্থলে জোর কদ মে কাজ চালিয়ে যাচ্ছেন । উদযাপন কমিটির সদস্যরা ভক্ত দের ঘরে ঘরে গিয়ে চাঁদা আদায় করছেন , ভক্ত গন ও গুরু দেবের আবির্ভাব দিবস পালন করতে সামর্থ অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন । কমিটির কাছে বিস্তারিত কার্য সূচী জানতে চাইলে তারা বলেন আমাদের কার্য সূচী দুই দিবসের , 29 শে ডিসেম্বর তেরো ই পৌষ মঙ্গলবার 151 টি প্রদীপ প্রজ্বলন করে আবির্ভাব দিবসের অধিবাস অনুষ্ঠানের সূচনা করা হবে , পরদিন 30 শে ডিসেম্বর বুধবার ভজন কীর্তন পূজা পাঠ , ভোগ নিবেদন করা হবে এবং দুপুর দুটো থেকে ভক্ত বৃন্দ দের মধ্যে মহা প্রসাদ বিতরণ করা হবে এবং বিকেল পাঁচটায় উৎসবের পরিসমাপ্তি ঘোষণা করা হবে । এখানে উল্লেখ্য যে প্রয়োজন সাপেক্ষে অনুষ্ঠান সূচী পরিবর্তন ও পরিবর্ধন করা হতে পারে বলে উদযাপন কমিটির সদস্যরা জানিয়েছেন । এদিকে দীক্ষা গ্রহনের কার্য সূচী আপাততঃ ছেড়ে দেওয়া হয়েছে ।