DIGITAL

June 10, 2023

APTCE 18538973148

বহু চর্চিত রাজদীপ গোয়ালা আজ গেরুয়া বসন পড়লেন , লক্ষীপুরে উল্লাসে মেতে উঠেছে

 অসীম রায় লক্ষীপুর 29  শে ডিসেম্বর—— সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ  লক্ষীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা গেরুয়া বসন পড়লেন । অমিত শাহের আসাম সফর কালে গুযাহাটি তে তিনি সৌহার্দ্য মূলক সাক্ষাৎ  করার পর সবুজ সঙ্কেত পেয়ে আজ আনুষ্ঠানিক ভাবে বিজেপি দলে নাম লেখান ।তার  বিজেপি দলে যোগদান করার কথা অনেক আগে থেকেই চাউর হয়েছিল ফলে কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হয় । আজ লক্ষীপুর সমষ্টি র একচ্ছত্র রাজনৈতিক সম্রাট প্রয়াত দীনেশ প্রসাদ গোয়ালা  মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত কংগ্রেস দলে ছিলেন  , আচমকা বিধায়ক পুত্র বিজেপি দলে যোগদান করার বিষয়  এক রহস্যময় বলে মনে করছেন সচেতন মহল ।আজ তিনি বিজেপি দলে আনুষ্ঠানিক  যোগদান করার খবর  লক্ষীপুর আসতেই তার অনুসারীদের মধ্যে এক উল্লাস সৃষ্টি হয়েছে । অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন তার মধ্যে লক্ষীপুর এক নম্বর ওয়ার্ডের  সমাজ সেবি কা কণিকা ভট্টাচার্য  অন্যতম ।