DIGITAL

May 30, 2023

APTCE 18538973148

ইনার লাইন পারমিট নিয়ে সরগরম মেঘালয় , পথে নামলো COMSO নামক সংগঠনের সদস্যরা

 শিলং থেকে টি, কে , দাস 31 শে ডিসেম্বর —– কনফেডারেশন অফ মেঘালয় সোস্যাল অর্গে নাই জেসন সন

নামের একটি সংগঠন মেঘালয় রাজ্যে ইনার লাইন পারমিট কার্যকর করার জন্য হাজারো মানুষের মিছিল বের করে মেঘালয় সরকারের উপর চাপ সৃষ্টি করে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করে । মিছিলে যোগদান কারী গন  অবিলম্বে মেঘালয় রাজ্যে ইনার লাইন পারমিট জারি করার আওয়াজ তুলেন । তাদের মূল লক্ষ্য মেঘালয় রাজ্যে বিদেশীদের অবাধ বিচরণ বন্ধ করা , তাদের মতে মেঘালয় রাজ্যে খাসি জন জাতি দের সংখ্যা হ্রাস পেতে চলেছে ।

               এখানে উল্লেখ্য যে বিগত কয়েক বছর ধরে উত্তর পূর্বাঞ্চল রাজ্য গুলিতে  অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে বিভিন্ন সংগঠন প্রতিবাদ করে আসছে ,  সম্প্রতি নে সোর অনুপ্রেরণা তে এই ইস্যুতে মেঘালয়ের বেশ কিছু সংগঠন অ খাসি দের বিভিন্ন জায়গায় হেনস্থা করার খবর সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে ।এদিকে মেঘালয় সরকার অনেক আগেই এই ইনার লাইন পারমিট  মন্ত্রি সভায় অনুমোদন দিয়ে কেন্দ্র সরকারের কাছে পাঠিয়ে দিয়েছে , কিন্তু কেন্দ্র সরকার এই ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি । অন্যদিকে মেঘালয়ের পর্যটন শিল্প ও খনিজ সম্পদ নিয়ে যারা জড়িত তাদের কিন্তু ভিন্ন মত  তাদের মতে যদি ইনার লাইন পারমিট চালু করা হয় তাহলে ব্যবসায়ী দের বিরাট ক্ষতি হবে , তাই একাংশ খাসি জনগন ইনার লাইন পারমিটের বিরুদ্ধে মত প্রকাশ করেছেন । এদিকে মেঘালয়ে ইনার লাইন পারমিট যদি চালু করা হয় তাহলে বরাক উপত্যকার কিছু সংগঠন ও বরাক উপত্যকা তে ইনার লাইন পারমিট নিয়ে সরব হবে বলে জানিয়েছেন বেশ কিছু সংগঠনের যুবা সদস্যরা , তাদের মতে বরাক উপত্যকার জনসাধারণ যদি মেঘালয় সহ অন্যান্য উত্তর পূর্বাঞ্চল রাজ্যে যেতে ইনার লাইন পারমিটে র গেরো তে পড়তে হয় তাহলে সেই সব রাজ্যের  জনগনকে আমাদের বরাক উপত্যকা তে আসতে আমরাও ইনার লাইন পারমিট জারি করার দাবি জানাবো ।