নিজস্ব সংবাদদাতা কাঠি গড়া 2 রা জানুয়ারি — যেহেতু কাঠি গড়া সমষ্টি তে অনু সুচিত্ জাতির ভোটারের সংখ্যা সর্বাধিক এবং যেখানে ঐ সমাজে
উপযুক্ত শিক্ষিত ব্যক্তির অভাব নেই সেখানে স্বভাবতই ঐ সম্প্রদায়ের থেকে দাবি উঠা অ মূলক নয় । তাই আজ ঘটা করে ঐ তফসিল সমাজের নেতারা কালা ইন ব্লক কংগ্রেসের তফসিল সেলের এক সভা অনুষ্ঠিত হয় । সভায় শিলচর জেলা কংগ্রেসের তফসিল সেলের চেয়ারম্যান সজল কান্তি দাসের উপস্থিতি তে এই সভায় আগামী বিধানসভা নির্বাচনে তফসিল জাতির একজন কে মনোনয়ন দেওয়ার জন্য জোরালো যুক্তি তুলে ধরে বিভিন্ন বক্তা তাদের অভিমত প্রকাশ করেন । চেয়ারম্যান সজল কান্তি দাস এই ব্যাপারে প্রদেশ তফসিল বিভাগের দৃষ্টি গোচর করবেন বলে আশ্বাস প্রদান করেন ।