অসীম রায় শিলচর 2 রা জানুয়ারি—– সকাল থেকেই রাজদীপ গোয়ালা সমর্থক দের মধ্যে উল্লাস পরিলক্ষিত হয় , সবাই মিলে বিমান বন্দর থেকে মিছিল করে শিলচর আনতে তৈরি হন , হলো ও এমনটা , হাজার তিনেক সমর্থকদের মিছিলের মধ্য দিয়ে প্রথম পৌঁছান উদার বন্দ কাঁচা কান্তি মায়ের মন্দিরে , সেখানে পূজো দিয়ে অনুগামীদের দের মিছিলে সামিল হয়ে মধুরা মুখের অটল জীর্ প্রতিকৃতি তে শ্রদ্ধা জানিয়ে সোজা চলে আসেন ইট খলা বিজেপির জেলা কার্যালয়ে , সেখানে জেলা কমিটির সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ।
এরপর গেরুয়া বসন পড়া রাজদীপ গোয়ালা সোজা চলে যান চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সেখানে তাকে বিপুল সংবর্ধনা প্রদান করা হয় । সেখান থেকে বের হয়ে সোজা চলে যান নিজ সমষ্টি তে , সেখানে ও তৈরি হয়ে আছেন তার অনুগামী গন । এখানে উল্লেখ্য যে যোগ্য ব্যক্তিকে বিজেপি নেতৃত্ব দলে নিয়ে আগাম একটি আসন নিজের ভাণ্ডারে পুরে নিলেন এমনটাই মন্তব্য করতে শুনা গেলো আজ ।