DIGITAL

September 24, 2023

APTCE 18538973148

বরাক চা শ্রমিক ইউনিয়ন কারো ব্যক্তিগত সম্পদ নয় , এটা শ্রমিকদের — বললেন রাজদীপ গোয়ালা

 নিজস্ব সংবাদদাতা শিলচর 3 রা জানুয়ারি—– গতকাল বিকেলে গেরুয়া সাজে বিধায়ক রাজদীপ গোয়ালা যখন বরাক চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে প্রবেশ করেন তখনই দীর্ঘদিনের সেই পরিবেশ মূহুর্তে বদলে গেলো । এখানে উল্লেখ্য যে এই বরাক চা শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত ছিল । প্রতিটি নির্বাচনে কংগ্রেসের হয়ে চা বাগান গুলিতে  কিভাবে প্রচার চালানো হতো এখান থেকেই  কৌশল রচনা করা হতো ।

                    অবশ্য এর আগে করিম গঞ্জ চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে বিজেপির প্রবেশ ঘটেছিল , বাকী ছিলো বরাক চা শ্রমিক ইউনিয়ন গতকাল রাজদীপ গোয়ালা  সেটা করলেন । স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগবে যে দীর্ঘদিনের এক আওয়াজ জাতীয় কংগ্রেস জিন্দাবাদ আজ বিজেপি জিন্দাবাদ হলো এব্যাপারে জানতে চাইলে রাজদীপ গোয়ালা বলেন বরাক চা শ্রমিক ইউনিয়ন কোন রাজনৈতিক দলের সম্পদ নয় , এই ইউনিয়ন শ্রমিকদের নিজস্ব সম্পদ ।শ্রমিক দের স্বার্থে যে দল কাজ করবে শ্রমিক গন সেই দলকে সমর্থন করবে , অতএব এসব শ্রমিকদের একান্ত ব্যক্তিগত ব্যাপার । গতকাল রাজদীপ গোয়ালা বিজেপি দলে যোগদান করার কথা চাউর হতেই বাগান এলাকায় অকাল দীপাবলির দৃশ্য পরিলক্ষিত হয়েছে বলে খবর পাওয়া গেছে ।