DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

বড় খলা সমষ্টি তে কংগ্রেস মনোনয়ন পেতে মাঠ চষে বেড়াচ্ছেন ইনতা জুর রহমান

 নিজস্ব সংবাদদাতা বড় খলা 3 রা জানুয়ারি—-নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তত ই মনোনয়ন  প্ত্প্র

ত্যাশী   দের আনাগোনা  বেড়ে চলেছে । এমনিতেই কংগ্রেসের টিকিট পেতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন বেশ কজন তার মধ্যে হেলি ম উদ্দিন বড় ভূঁইয়া , পাপ ন  দেব বেশ কিছু দিন ধরেই বড় খলা এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে দেখা করছেন ভোটারদের সাথে । সম্প্রতি বড় খলা সমষ্টি র প্রবীন কংগ্রেস নেতা তথা রাজ্য সেবা দলের সম্পাদক ইন তাজু র রহমান  আগামী নির্বাচনে কংগ্রেসের টিকিট পেতে বিভিন্ন এলাকায় গিয়ে জনসংযোগ শুরু করেছেন । অবশ্য সর্বত্রই বিরাট সাড়া পাচ্ছেন বলে এই প্রতিবেদক কে বলেছেন , তিনি বলেন জেলা পরিষদ সদস্য হিসেবে তিনি তার এলাকায় বিভিন্ন  উন্নয়ন মূলক কাজ করেছেন এবং দীর্ঘদিন ধরেই কংগ্রেস দলের সঙ্গে জড়িত থাকার সুবাদে সমগ্র বড় খলা এলাকার মানুষের সাথে তার নিবিড় সম্পর্ক আছে । 

                      তিনি আরও বলেন তিনি বড় খলা র ভূমি পুত্র হিসেবে টিকিটের দাবিদার, দল তাকে মনোনয়ন প্রদান করলে তিনি নির্বাচনে অবতীর্ণ হবেন ।আজ তিনি সিদ্ধিপুর এলাকায় গিয়ে সেই এলাকার বাসিন্দারা দের সাথে মত বিনিময় করেন , সবাই তাকে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করেন ।