সৌগত নাথ করিম গঞ্জ 4 ঠা জানুয়ারি——- করিম গঞ্জ জেলা যেন অপরাধীদের বিচরণ ভূমি , সম্প্রতি এটি এম প্রতারনা যেন নিত্য দিনের ঘটনায় পরিনত হয়েছে । একদিকে যেমন বহিঃ রাজ্য থেকে এটি এম প্রতারক রা বরাক উপত্যকায় ঘাটি গেড়েছে ঠিক সমান তালে আমাদের বরাক উপত্যকা তে ও এটি এম প্রতারক রা সচেষ্ট হয়েছে ।
নিলাম বাজার এলাকার বালি যার বাসিন্দা ইসহাক আলী র ছেলে সেলিম উদ্দিন এটি এম প্রতারনা মামলার দাগী আসামী হিসেবে করিম গঞ্জ জেলার পুলিশের কাছে এক সু পরিচিত নাম । দীর্ঘদিন ধরেই পুলিশ তার পিছনে লেগে আছে । গত শনিবার করিম গঞ্জ পুলিশের টিম মৃগাঙ্ক তাকে করায়ত্ত করতে সক্ষম হয়েছে ।পুলিশের এই সাফল্যের জন্য করিম গঞ্জ জেলার সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন ।এখানে উল্লেখ্য যে সেলিম এবং তার দল সবসময় বিভিন্ন এটি এম কেন্দ্রে ওত পেতে থাকে এবং সাধারণ গ্রাহকদের সরলতা র সুযোগ কে সাহায্য করার নামে প্রতারণা করে পিন সংগ্রহ সহ এটি এম কার্ড বদলে দেয় ।যার ফলে অনেক মানুষ সর্ব শান্ত হয়েছেন ।