নিজস্ব সংবাদদাতা বি হাড়া 4 ঠা জানুয়ারি——- দানবীর গৌতম রায় সেই একই কায়দায় এখনও যে অসহায় মানুষের পাশে দাঁড়ান তার প্রমান গতকাল আবার দেখা গেলো বি হাড়া পুলিশ আউট পোস্ট এলাকার পাদ্রী টিলা তে । সূত্রের খবর বিগত 27 ডিসেম্বর ঐ এলাকার কর্ণ দাসের লাশ মিশনারী স্কুলের শেষ গেইটের পাশে উদ্ধার করা হয় ।
অসহায় পরিবারের সদস্যদের কথা প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিজেপি দলের কাঠি গড়া সমষ্টি র সম্ভাব্য প্রার্থী গৌতম রায়ের কানে পৌছাতে দেরি হয়নি , গতকাল নিজে এসে হাজির হন এই পরিবারে , তুলে দেন নগদ দশ হাজার টাকা স্বামী হারা মহিলার হাতে এবং প্রতি মাসে আরও সাহায্য করবেন বলে আশ্বাস প্রদান করেন । এখানে উল্লেখ্য যে এই সব কারনে গৌতম কে দানবীর আখ্যা দেওয়া হয়েছে ।