DIGITAL

September 24, 2023

APTCE 18538973148

6A সাইড রাত্রি কালীন ফুটবল টূরণামেনট শুরু হলো বড় খলা বদর পুর মাঠে

 ইউসুফ আলী বড় ভূঁইয়া 4 ঠা জানুয়ারি—-গতকাল বদর পুর শিক্ষা সদন সংস্থার ব্যবস্থা প নায় বদর পুর এম ই স্কুলের মাঠে সিক্স এ সাইড ফুটবল টূরণামেনট এর উদ্বোধন করা হয় । 

                 সংস্থার সভাপতি সারি মুল হক লস্কর খেলার আনুষ্ঠানিক শুভা রম্ভ করেন ।উপস্থিত ছিলেন জিপি সভানেত্রী র প্রতিনিধি চির ঞ্জি ত গোয়ালা , সহ সভাপতি মুন্না ভর । সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাপস দেব ।খেলা পরিচালনা করেন ইমা দ উদ্দিন  ও সাজা দ উদ্দিন ।এই খেলা উপভোগ করতে গতকাল মাঠে প্রচুর জন সমাগম লক্ষ্য করা গেছে ।