ইউসুফ আলী বড় ভূঁইয়া 5 ই জানুয়ারি– বিগত 2017-18 ইংরেজি র সাংসদ তহবিলের টাকায় অরুনাবন্দ চা বাগানের নাচ ঘরের সামনে কমিউনিটি হল নির্মানের জন্য প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব মোট দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ করেছিলেন কিন্তু মাত্র চল্লিশ , পঞ্চাশ হাজার টাকা খরচ করে অর্ধ নির্মিত অবস্থায় রেখে বাকি টাকা আত্মসাৎ করার অভিযোগ করেছেন এই বাগানের শ্রমিক গন ।
আজ সাংবাদিক বৈঠকে তারা এক রাশ খেদ প্রকাশ করে বলেন যে প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ এবং প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের চেলা চামুণ্ডা রা এই অর্থ আত্মসাৎ করেছেন তাই 2021 এর নির্বাচনে কংগ্রেস দলের কোন প্রার্থী কে বাগানে প্রবেশ করতে দেবেন না বলে মত প্রকাশ করেছেন ।