DIGITAL

December 5, 2023

APTCE 18538973148

ধর্ম প্রাণ মহিলা রিনা কর চৌধুরী আর নেই

 বিপ্লব কর চৌধুরী বি হাড়া 5 ই জানুয়ারি— বি হাড়া তথা শিলচর নিবাসী প্রবীন ধর্ম প্রা ন মহিলা রিনা কর চৌধুরী গত 2 রা জানুয়ারি শিলচর শহরের নিজ বাসভবনে দীর্ঘ দিন রোগ ভোগের পর পরলোকগমন করেন।তিনি শিলচর রাধামাধব বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা ছিলেন ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর ।তিনি রেখে গেছেন এক মাত্র পুত্র  নবা রূ ন কর চৌধুরী সহ অসংখ্য আত্মীয় স্বজন।    

                                          তিনি প্রথম বড় খলা র ধূম কর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন ।এরপর তিনি 1978 সালে শিলচর তারা পুর স্কুলে বদলী হয়ে আসেন , সেখান থেকে  পরে তিনি শিলচর রাধামাধব বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে বদলী হয়ে আসেন এবং 2001 সালে অবসর গ্রহণ করেন ।তাঁর মৃত্যুতে বি হাড়া সহ বড় খলা এলাকায় শোকের ছায়া নেমে আসে