নিজস্ব সংবাদদাতা লক্ষীপুর 7 ই জানুয়ারি— সেই কবে থেকেই লক্ষীপুর এলাকার সাপ্তাহিক বাজার রাস্তার পাশে যে শুরু হয়েছিল আজ ও সেই সমান তালে বাজার বসে । ব্যবসায়ী গন সাপ্তাহিক বাজার দিনে রাস্তার পাশে পসরা সাজিয়ে বসেন । এই সাপ্তাহিক বাজারে পাহাড়ী গন তাদের জুমের শাকসবজি সহ আদা হলুদ নিয়ে আসেন সহজ সরল মানুষ গুলো তাদের মতো করে বসেন ফলে এই পথে যান জট সৃষ্টি হয় ।
এখানে উল্লেখ্য যে এই সাপ্তাহিক বাজারে বৃহত্তর লক্ষীপুর এলাকার মানুষ বিভিন্ন সামগ্রী বেচাকেনা করার জন্য আসেন ।পূর্বে পুলিশ প্রশাসনের তরফে সাপ্তাহিক বাজার দিনে নো এন্ট্রি বোর্ড লাগানো হতো। বর্তমানে সেটা আর নেই । আজকের মারুতি কারের যে ঘটনা ঘটলো এবং পরবর্তীতে মারুতি কার থানায় নিয়ে যাওয়া নিয়ে সাপ্তাহিক বাজার দিনে নতুন করে নো এন্ট্রি লাগানোর জোরালো দাবি উঠেছে ।এখানে উল্লেখ্য যে আজকের এই মারুতি কার যদি নিয়ন্ত্রণ না হতো তাহলে বড় ধরনের প্রাণ হানি ঘটতো বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ।তাই সাপ্তাহিক বাজার দিনে নো এন্ট্রি বসানোর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে ।