লক্ষীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন ——- লক্ষীপুর আর্ল হাইস্কুল বরাক উপত্যকার শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে এক পরিচিতি লাভ করলো , দুই কৃতি শিক্ষকের জন্য । তাদের মধ্যে একজন হলেন বিক্রম চাষা , যিনি আসাম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা তে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন , অন্যজন হলেন সৌম্য জিত চক্রবর্তী উনি রাজ্য সেরা শিক্ষক হিসেবে বিবেচিত হন । দুই জনেই এই স্কুলে শিক্ষকতা করেন। তাদের কৃতিত্ব এই শিক্ষা প্রতিষ্ঠানের একদিকে সুনাম বাড়িয়ে দিলো অন্যদিকে এই স্কুলের ছাত্র ছাত্রীদের অনুপ্রেরণা বৃদ্ধি হলো ।
আজ এই স্কুলের পরিচালন সমিতির উদ্যোগে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় । সভায় উপস্থিত বিশিষ্ট জনে রা এই দুই কৃতি শিক্ষকের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন । সংবর্ধনা সভার শুরুতে স্বামী বিবেকানন্দের ফটো তে মাল্য দান করেন পরিচালনা কমিটির সভাপতি ডঃ শুভ জিত চক্রবর্তী।
স্কুলের প্রধান শিক্ষক অঞ্জন কান্তি নাথ, , শিক্ষক জয় প্রকাশ মিশ্র , নিরুপম মহন্ত , জ্যোতি র ময় সিনহা , ডঃ শুভ জিত চক্রবর্তী ও সৌম্য জিত চক্রবর্তী সভায় বক্তব্য রাখেন । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অঞ্জন কান্তি নাথ । দুই কৃতি শিক্ষক কে সংবর্ধনা দেওয়া কে যথার্থ বলে মনে করছেন সচেতন মহল।