DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

লক্ষীপুরে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালন

 লক্ষীপুর থেকে অসীম রায় 13 ই জানুয়ারি– সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে লক্ষীপুর ফুলে র তলে অবস্থিত স্থায়ী স্বামী বিবেকানন্দের  প্রতিকৃতি তে গতকাল বিভিন্ন সংগঠনের তরফে মাল্যদান ও  শ্রদ্ধা নিবেদন করা হয় ।মাল্যদান  করেন বঙ্গ সাহিত্য ও সংস্কৃতির লক্ষীপুর আঞ্চলিক কমিটির বর্তমান সভাপতি , শিল্প জিত পাল , সরগম সংস্থার সভাপতি কমলেশ রায় , বিবেকানন্দ আর্ট একাডেমীর প্রধান সত্য জিত দাস , সরগম সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষক কার্তিক রায় , সরগম সংস্থার সম্পাদক রূপ ম দেব , নেহরু কলেজের অধ্যাপক ডঃ শুভ জিত চক্রবর্তী, পুলক দাস , অসীম পাল,  অতল সিংহ  সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা ।

              এই উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয় সভায় বিবেকানন্দের স্মৃতি চার ণ করে বক্তব্য রাখেন ডঃ শুভ জিত চক্রবর্তী, শিল্প জিত পাল, কান্ত সিংহ প্রমুখ ,সবাই বর্তমান যুব সমাজকে স্বামী বিবেকানন্দের আদর্শ অনুসরণ করে চলার জন্য আহবান জানান ।