সৌগত নাথ করিম গঞ্জ 13 ই জানুয়ারি– বিশ্ব বরেণ্য স্বামী বিবেকানন্দের জন্ম দিবস জাতীয় যুব দিবস উপলক্ষে হাইলা কান্দির রাইফেল মারা গ্রামে হাইলা কান্দি হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে গতকাল এক সভার আয়োজন করা হয় । প্রদীপ প্রজ্বলন করে সভার সূচনা করেন প্রান্ত সভাপতি রঞ্জ য় নাথ , সংঘের বৌদ্ধিক কি রন ময় দত্ত, জেলা সভাপতি উত্তম মালাকার । সভায় এই বিশ্ব বরেণ্য ব্যাক্তির জীবন দর্শন নিয়ে বক্তব্য রাখেন রঞ্জ য় নাথ ,কি রন ময় দত্ত , সংঘের প্রচারক রবীন্দ্র দাস , যুব বাহিনী প্রমুখ অরুণাভ ঘোষ , জেলা সম্পাদক সুদীপ দেব রায় প্রমুখ, সবাই বর্তমান যুগে স্বামী বিবেকানন্দের আদর্শ অনুসরণ করার উপর গুরুত্ব আরোপ করেন ।
ঐ দিনের অনুষ্ঠানে দুস্থ জনজাতি পরিবারের সদস্যদের মধ্যে দুই শত নূতন কম্বল ও সাত শত শীতবস্ত্র বিতরন করা হয় ।বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলা কান্দি নগর ও প্র খণ্ডের কর্মীরা লালা নগর ও প্র খণ্ডের কর্মীরা এবং কাঠ লি ছড়া প্র খণ্ডের কর্মীরা ।এখানে উল্লেখ্য যে অনুষ্ঠান টি অত্যন্ত সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় ।