DIGITAL

March 24, 2023

APTCE 18538973148

আসাম জাতীয় পরিষদ AJP বরাক উপত্যকায় ও সংগঠন সাজাতে এগোচ্ছে

 বিশেষ প্রতিবেদন 14 ই জানুয়ারি– মকর সংক্রান্তি র পর বরাক উপত্যকা তে আসাম জাতীয় পরিষদের জেলা পর্যায়ের কমিটি গঠন করার খবর পাওয়া গেছে । দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর অসম গন পরিষদের পর আসাম জাতীয় পরিষদ নামের রাজনৈতিক দলের জন্ম হলো , এই দল গঠনের পর ডিসেম্বরে শিব সাগর জেলায় অনুষ্ঠিত এক সভায় আসুর সাধারণ সম্পাদক লু রিন জ্যোতি গগৈ কে  আসাম জাতীয় পরিষদের সভাপতি নির্বাচিত করা হয় সাধারণ সম্পাদক হিসেবে অগপ দলের  পবি ন্দ্র ডেকা সহ তাবড় তাবড় নেতা দের দলের কার্য করী কমিটিতে অন্তর্ভূত করে  রাজ্যের  প্রতিটি জেলায় কমিটি গঠনের কাজ শুরু করা হয়েছে । 

                         এদিকে রাজ্যের বিভিন্ন  সমষ্টি তে সদস্য ভর্তি পুরোদমে শুরু হয়েছে , বরাক উপত্যকার পনেরো টি সমষ্টি তে এই দলে হাজার হাজার সদস্য নাম লেখাতে শুরু করেছেন , সূত্রের খবর   এখন পর্যন্ত বড় খলা সমষ্টি তে প্রায় ছয় হাজার সদস্য আসাম জাতীয় পরিষদ দলের সদস্য পদ গ্রহন করেছেন , অন্যান্য সমষ্টি তে  আরো ও বেশী সদস্য এই দলের সদস্য  পদ  গ্রহন করেছেন বলে সূত্রে জানা গিয়েছে ।

                  আগামী বিধানসভা নির্বাচনে দল 126 টি  বিধানসভা সমষ্টি তে  প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে , সেই  লক্ষ্যে বরাক উপত্যকা তে দলকে ঢেলে সাজাতে শীঘ্রই  বরাক উপত্যকা সফরে আসছেন দলের শীর্ষ স্থানীয়  নেতৃবৃন্দ । এখানে উল্লেখ্য যে  বরাক উপত্যকা তে যদি অসম গন পরিষদের কমিটি থাকতে পারে তাহলে অসম জাতীয় পরিষদের কমিটি  হবে না কেন বলে  জনৈক সাংবাদিক  মত প্রকাশ করে বলেন যে,  সব রাজনৈতিক দলই বাঙ্গালী দের ভোট পেতে  মিটে মিটে কথা বলে , কিন্তু বাস্তবে  হয় 

উল্টো , তাই  যে দল  তথাকথিত  অসমীয়া জাতির কথা বলে  আসছে সেই দলে  ভীড় জমালে দোষের কিছু নেই , রাজনৈতিক দল যে উদ্দেশ্য নিয়ে জনসাধারণের ভাবাবেগ কে জাগিয়ে শাসনাধীন  হয়  তখন কিন্তু সেই  উদ্দেশ্য টা  সফলতা পায় না  ভারতীয় সংবিধানের জন্য ।  পূর্বে ও অসম গন পরিষদের সরকারের আমলে দেখা গেছে , তাই তিনি বলেন বর্তমান সময়ে অসম জাতীয়  পরিষদের সরকার আসলে আখেরে লাভ হবে তাদের যারা এই দল নিয়ে চিন্তিত ,।