DIGITAL

March 25, 2023

APTCE 18538973148

লক্ষীপুর এলাকার পৌষ সংক্রান্তির কীর্তনে ভাটা পড়েনি ,

 অসীম রায় লক্ষীপুর 15 ই জানুয়ারি — বাঙালিরা  বারো মাসে তেরো পার্বণ  পালনে অভ্যস্ত , তার মধ্যে পৌষ সংক্রান্তি অন্যতম । পূর্বে যে ভাবে পক্ষ কাল  আগে  থেকে এই উৎসবের আয়োজন নিয়ে সবাই ব্যস্ত থাকতেন  এখন এধরনের  ব্যস্ত তা  দেখা না গেলেও  আগের দিন হাট বাজার ঝাঁকিয়ে বসে , মাছ কেনার প্রতিযোগী তা শুরু হয় , অন্যদিকে গ্রাম  বরাকে ঐ দিন রাতে বনভোজনের আয়োজন হয় , যদিও পূর্বে র তুলনায় কিছুটা হ্রাস পেয়েছে তবুও বজায় রয়েছে সেই ধারা।

                        গতকাল শেষ রাতে  মে ড়া ঘর  জ্বালিয়ে দিয়ে সবাইকে পিঠে পুলি খেতে মেতে উঠতে দেখা গেছে ,বেলা বাড়ার সাথে সাথে সমগ্র বরাক উপত্যকার গ্রাম গুলোতে বের হয় কীর্তন , বাড়ি বাড়ি  কীর্তন নিয়ে গ্রাম পরিক্রমা করা হয় এতে  পাড়া প্রতিবেশীর মধ্যে  মিলনের বন্ধন অটুট হয় ।সেই অনুযায়ী গতকাল লক্ষীপুর শহর এলাকায় কীর্তনীয়া দলের পরিক্রমা পরিলক্ষিত হয়েছে , পৌষ সংক্রান্তি র আনন্দে ভাটা পড়েনি আগের সেই ধারা অব্যাহত রাখতে নূতন প্রজন্ম কে এগিয়ে আসতে দেখা গেল ।