বিশেষ সংবাদদাতা উদার বন্দ 18 ই জানুয়ারি– গত 16 ই জানুয়ারি উদার বন্দ খাস পুর ফুটবল খেলার মাঠে আসাম চা জনজাতি ছাত্র সংস্থার দ্বি বার্ষিক টু সু পূজা ও মকর সংক্রান্তি উৎসব অনুষ্ঠিত হয় । যথাযথ বিধি মেনে উৎসবের সূচনা করা হয় ।গতকাল এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় ।
এই উৎসব উপলক্ষে আয়োজিত সভায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা, বিশিষ্ট শিক্ষাবিদ ও শ্রমিক নেতা বিশুদানন্দ মাহাতো , আসাম চা জনজাতি ছাত্র সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য সুবীর কর্মকার , তারা সবাই চা জনজাতি দের কৃষ্টি ও সংস্কৃতির উপর বিশদ আলোচনা করে বক্তব্য রাখেন , তারা এই সংস্কৃতি রক্ষা করতে যুব সমাজ কে এগিয়ে আসার আহ্বান জানান ।