নিজস্ব সংবাদদাতা 19 ই জানুয়ারি শিলচর– গত 17 ই জানুয়ারি শিলচরের অদূরে আউলা টিলার জগন্নাথ মন্দির প্রাঙ্গণে আসাম চাষা সম্প্রদায় কল্যান সমিতির এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় । কল্যান সমিতির সভাপতি মদন চাষা র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত আমন্ত্রিত অতিথি বিক্রম চাষা কে উত্তরীয় দিয়ে বরন করা হয় । এখানে উল্লেখ্য যে বিক্রম চাষা আসাম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা তে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন , তাই চাষা সম্প্রদায়ের মানুষ গর্বিত হয়ে আজ তাঁকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন ।
প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথি বিক্রম চাষা নিজে , তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন যে অদম্য ইচ্ছা শক্তি থাকলে যে কোন মানুষ তাঁর নিজ লক্ষে পৌঁছতে পারে যেমন টা আমার হয়েছে , তাই আজকের সভায় আমার চাষা সম্প্রদায় আমাকে যে উষ্ণ সংবর্ধনা দিয়েছেন তার জন্য আমি গর্বিত ।আমি চা বাগানের ছাত্র ছাত্রীদের পড়াশুনার ব্যাপারে মনোনিবেশ করতে আহবান জানাচ্ছি ।
আজকের সভায় উপস্থিত ছিলেন শিক্ষক বাবুল চাষা, প্রফুল্ল চাষা , বিমল চাষা, অ বিসি এসোসিয়েশন এর সভানেত্রী সান্তা চাষা ,নিখিল চাষা প্রমুখ।