ইউসুফ আলী
বড় ভূঁইয়া শিলচর 21 শে জানুয়ারি– খোদ বিধায়কের বাড়ি এলাকায় যদি এধরনের নিম্ন মানের রাস্তার কাজ চলে তাহলে অন্যত্র যে কি ভাবে হবে তা সহজেই অনুমান করা যায় । সূত্রের খবর গুরুত্ব পূর্ণ শাল গঙ্গা ঠালি গ্রাম সড়ক নির্মাণের কাজ চলছে অতি নিম্নমানের , রাস্তা নির্মাণের সামগ্রী পূর্ত বিভাগের নিয়ম নির্দেশনা মেনে ব্যবহার করা হচ্ছে না । নির্মীয়মাণ একটি কাল ভার ট যেভাবে তৈরি করা হচ্ছে তা কতটুকু স্থায়ী হবে তা নিয়ে সংশয় প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা ।আজ এই প্রতিবেদকের কাছে তারা তাদের খেদ প্রকাশ করেছেন ।রাস্তার জল নিকাশি ব্যবস্থার জন্য যে নালা তৈরি করা হচ্ছে তাতে বালি সিমেন্টের অনুপাতে বিরাট গরমিল দেখা গেছে ।এভাবে যদি এই রাস্তার কাজ শেষ করা হয় তাহলে ছয় মাসের মধ্যে এই রাস্তা মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়বে বলে মনে করছেন সচেতন মহল।
এখানে উল্লেখ্য যে এই রাস্তার উপর নির্ভরশীল হাজার হাজার গ্রামবাসী, জনসাধারণের অভিযোগ কে আমল দিতে নারাজ ঠিকাদারের কর্মী গন ।উদার বন্দ সমষ্টি র বিধায়ক মিহির কান্তি সোম মহাশয়ের বাড়ি সংলগ্ন এলাকায় যদি এরকম রাস্তা নির্মাণ করা হয় তাহলে অবশিষ্ট এলাকায় যে কি হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসী গন । তারা পূর্ত বিভাগের দৃষ্টি আকর্ষণ করছেন।