DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

বার্ষিক ষোল প্রহর হরিনাম সংকীর্তন মহোৎসব

 নিজস্ব সংবাদদাতা বড় খলা 22 শে জানুয়ারি— পশ্চিম  শিলচর এলাকার ঐতিহ্যবাহী মহাপ্রভু আখড়া ভাঙ্গার পার রাধেশ্যাম জীউ আখড়া র বার্ষিক ষোল প্রহর হরিনাম সংকীর্তন মহোৎসব এবার ও যথাযোগ্য মর্যাদা র সহিত অনুষ্ঠিত হবে ।

                     পরিচালন কমিটির সূত্রে জানা গেছে এই মহোৎসব  সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য প্রতি বৎসরের  মতো এবারও বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে ।ভক্ত বৃন্দ গন ও এই মহোৎসব কে আনন্দ মুখর করে তুলতে এগিয়ে আসছেন ।কমিটির সূত্রে জানা গেছে আগামী 18 ই মাঘ 1 লা ফেব্রুয়ারি সোমবার এই মহোৎসবের শুভ অধিবাস ,2  রা 3 রা ফেব্রুয়ারি মঙ্গল ও বুধবার ষোল প্রহর হরিনাম সংকীর্তন ,4 ঠা ফেব্রুয়ারি বৃহস্পতি বার ভোর ছয়টা য় নগর পরিক্রমা , দশটা থেকে মোহন্ত বিদায় অনুষ্ঠান শুরু হবে এবং পরে দধি ভাণ্ড অনুষ্ঠান দিয়ে এই ষোল প্রহর হরিনাম সংকীর্তন মহোৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে । এই মহোৎসব  অনুষ্ঠান কে সুন্দর ও সার্থক করে তুলতে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে ।