অসীম রায় লক্ষীপুর 22 শে জানুয়ারি— প্রধান মন্ত্রী আবাস যোজনা র নির্দেশিকা মতে শহর ও গ্রামে গৃহ নির্মাণের কাজ সম্পূর্ণ হলে আনুষ্ঠানিক ভাবে গৃহ প্রবেশ সমারোহ করতে হবে । সেই অনুযায়ী গত 19 শে জানুয়ারি লক্ষীপুর পৌরসভার মার কুলীন 5 নং ওয়ার্ডের হিতা ধী কারী সি এম , মারের নামের মঞ্জুরী কৃত প্রধান মন্ত্রী আবাস গৃহের কাজ সম্পূর্ণ হলে সেই গৃহের গৃহ প্রবেশ সমারোহ অনুষ্ঠিত হয় । আনুষ্ঠানিক ভাবে গৃহ প্রবেশের শুভ সূচনা করেন কাছাড় জেলার অতিরিক্ত জেলাশাসক তথা লক্ষীপুর মহকুমার মহকুমাশাসক এল খি ঙ তে মহাশয় । সমারোহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শহর পরিকল্পনা আধিকারিক বি, কে, শর্মা , সাংসদ প্রতিনিধি গোপাল কান্তি রায়, সিটি প্রজেক্ট ম্যানেজার জোনা ইদ আহমেদ বড় ভূঁইয়া , জুনিয়র ইঞ্জিনিয়ার আবদুল হামিদ , পৌর সভানেত্রী সঙ্গীতা গু রং , প্রাক্তন পুর কমিশনার সম্পা দাস , চির ঞ্জি ত রায় প্রমুখ ।
এই খবর লক্ষীপুর তথ্য ও জনসংযোগ সূত্রে জানা গেছে ।