DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

72 তম প্রজা তন্ত্র দিবসের লক্ষীপুর মহকুমা প্রশাসনের কার্য সূচী

 অসীম রায় 22 শে জানুয়ারি লক্ষীপুর— আজ লক্ষীপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সভায় আগামী 26 শে জানুয়ারি প্রজা তন্ত্র দিবস পালনের কার্য সূচী স্থির করা হয় ।নিম্ন বর্ণিত কার্য সূচী  গৃহীত হয়– ঐদিন সকাল 6-30 মিনিটের সময় তথ্য ও জনসংযোগ বিভাগের মাইক যোগে দেশাত্মবোধ ক সঙ্গীত প্রচার করে  দিনটির শুভ সূচনা করা হবে , সকাল সাত ঘটিকা র সময় বেসরকারি প্রতিষ্ঠান সমূহে পতাকা উত্তোলন, সকাল আট ঘটিকা র সময় সরকারি প্রতিষ্ঠান গুলো তে পতাকা উত্তোলন ও , শহীদ বেদীতে মাল্যদান । ঐ দিন সকাল আট ঘটিকা র সময় লক্ষীপুর  আর্ল হাইস্কুলে  আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন করা হবে , দেশাত্মবোধ ক সঙ্গীত পরিবেশন করবে যথাক্রমে লক্ষীপুর সঙ্গীত বিদ্যালয় ও বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের লক্ষীপুর আঞ্চলিক কমিটির সদস্যরা ।

                      এরপর সকাল দশটার সময় লক্ষীপুর ও হরি নগর স্বাস্থ্য কেন্দ্রের রোগীদের মধ্যে ফলমূল বিতরন করা হবে । বিকাল পাঁচটা র সময় সরকারি প্রতিষ্ঠান গুলিতে আলোকসজ্জা করা হবে । এই উপলক্ষে লক্ষীপুর মহকুমার মহকুমাশাসক এই মহকুমার আপামর জনসাধারণের উপস্থিতি র আমন্ত্রণ জানিয়েছেন ।লক্ষীপুর তথ্য জনসংযোগ আধিকারিকের কার্যালয়ে র  এক প্রেস বার্তায় এই খবর জানানো হয়েছে ।