DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

আসাম সর্ব শিক্ষা বিভাগের কর্মীদের সাথে সরকার ছেলেখেলা করছে, অভিযোগ কর্মীদের

 ইউসুফ আলী বড় ভূঁইয়া শিলচর 27 শে জানুয়ারি—— গতকাল শিলচর ঘনি ওয়ালা ক্লাব গৃহে আসাম সর্ব শিক্ষা বিভাগের কর্মীদের এক গুরুত্ব পূর্ণ সভা অনুষ্ঠিত হয় । সভায় বরাক উপত্যকার  সর্ব শিক্ষা বিভাগের স্বেচ্ছা সেবক ও সেবিকা, শিক্ষা কর্মী, সং যোগী শিক্ষা কর্মী গন উপস্থিত ছিলেন ।

                           তাদের অভিযোগ , প্রথম দিকে সরকার তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করার প্রতি শ্রুতি দিয়ে নিযুক্ত করেছিলেন, কিন্তু ধীরে ধীরে সেই প্রতি শ্রুতি কে আবর্জনা ফেলার বাক্সে ফেলে দেন ।শিক্ষা বিভাগ নিযুক্ত প্রাপ্ত শিক্ষা কর্মীদের শুধু আশ্বাস দিয়েছেন , কাজের কাজ কিছুই করেন নি , শিক্ষা কর্মী গন সরকারের সেই আশায় বসে থাকেন যে রাজপাট পরিবর্তন হয়েছে , পরিবর্তন কামী সরকারের শিক্ষা বিভাগ এবার নিশ্চয়ই তাদের কথা ভাববেন ।কিন্তু এবার ও হলোনা, শিক্ষা কর্মীদের প্রবল চাপের মুখে পড়ে বিচক্ষণ  মন্ত্রী ডঃ হেমন্ত বিশ্ব শর্মা  নির্দেশ দিলেন যে এবার বিশেষ টে ট পরীক্ষার ব্যবস্থা করে এই সব শিক্ষা কর্মীদের নিয়োগ করবেন । 

                বিচক্ষণতা পূর্ণ নির্দেশনা তে যে সব যোগ্যতা চাওয়া হয়েছে তা বর্তমানে কর্মরত শিক্ষা কর্মীদের পঁচানব্বই  শতাংশ কর্মীর নেই , কারন প্রথম দফায় বয়সের যে মাপকাঠি দেওয়া হয়েছে সেখানেই সব কিছু শেষ পেয়ে গেছে ,এখানে উল্লেখ্য যে বেশীর ভাগ কর্মী চল্লিশ বছর পার করে দিয়েছেন শুধু সরকারের আশ্বাস বাণীর দিকে তাকিয়ে , এখন এইসব কর্মীরা নিরুপায় হয়ে পড়েছেন ।আজকের সভায় উপস্থিত সবাই একজোট হয়ে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হতে সিদ্ধান্ত নিয়েছেন ।তারা মাননীয় মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মতো ব্যক্তির কাছ থেকে এধরনের প্রতারনা মূলক নির্দেশনা আশা করতে পারেন নি বলে মত প্রকাশ করেছেন ।তারা আরও বলেন যে তাদের কে নিয়ে সরকার যে ছেলেখেলা করছে তা গনতন্ত্রের নামে এক প্রহসন ।অবশ্য তারা ও সময় সুযোগের অপেক্ষায় বসে আছেন বলে মন্তব্য করেছেন ।