বিশেষ প্রতিবেদন 23 শে জানুয়ারি শিলচর—- আজ আসাম সফরে এসে মাননীয় প্রধান মন্ত্রী মোদী জী শিব সাগর জেলায় অনুষ্ঠিত এক সভায় উপস্থিত হয়ে এক লাখ ভূমি হীন কৃষকদের হাতে জমির পাট্টা বিলি করে বলেন যে আসাম রাজ্যে ভূমির অধিকার একমাত্র খিল ঞ্জি যার হাতে থাকবে । তিনি আরও বলেন যে অসমীয়া জাতির ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি রক্ষা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর ।
বরাক নিউজ এক্সপ্রেসের প্রতিনিধি গুযাহাটি থেকে জানিয়েছেন প্রধান মন্ত্রীর সফরের পূর্বে কা বিরোধী আন্দোলন আবার ও মাথাচাড়া দিয়ে উঠলো , আসু মোমবাতি মিছিল করেছে , রাজনৈতিক বিশ্লেষ ক দের মতে সেই ড্যামেজ কনট্রোল করতে প্রধান মন্ত্রী শিব সাগর জেলায় গিয়ে ভূমি হীন দের পাট্টা বিতরন করে সাময়িক ভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন , কিন্তু একবারও কা নিয়ে রা করেন নি ।এখানে উল্লেখ্য যে এখনও আসামে ভূমি পুত্র কারা চিহ্নিত করা হয়নি সেখানে খিল ঞ্জি য়া দের ভাষা , কৃষ্টি ও সংস্কৃতি এবং সর্বোপরি ভূমির অধিকার তাদের বলে বক্তব্য প্রদান করা কে নিয়ে অন অসমীয়া দের মধ্যে বিরূপ প্রভাব পরিলক্ষিত হয়েছে । এদিকে বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকার ভূমি হীন হাজার হাজার মানুষ পাট্টা পেতে জেলা শাসকের কাছে আবেদন জানিয়েছেন কিন্তু আজ পর্যন্ত এইসব ভূমি হীন দের প্রস্তাব রাজস্ব চক্র থেকে বারবার পাঠানোর পর ও ভূমি বন্দোবস্ত উপদেষ্টা কমিটি কোন ব্যবস্থা নেননি , প্রশ্ন উঠেছে কেন বরাক উপত্যকার ভূমি হীন দের পাট্টা প্রদান করতে সরকার অনীহা দেখাচ্ছেন ? আজ স্বয়ং প্রধান মন্ত্রী শিব সাগর জেলায় পাট্টা বিতরন করেছেন , বরাক উপত্যকা তে কবে নাগাদ বিতরন করা হবে তা নিয়ে বরাক উপত্যকার জনপ্রতি নিধি দের কাছে জবাব চাইছেন বঞ্চনার শিকার ভূমি হীন কৃষক গন ।আমাদের প্রতিনিধি আরও জানিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে কা বিরোধী আন্দোলন যে জঙ্গি রূপ ধারন করবে তার ইঙ্গিত পাওয়া গেছে ।