নিজস্ব সংবাদদাতা 23 শে জানুয়ারি শিলচর— সারা দেশের সাথে সঙ্গতি রেখে আজ শিলচরের সামাজিক সংগঠন “প্রয়াস” যথাযোগ্য মর্যাদা সহকারে নেতাজি সুভাষ চন্দ্র বসু র 125 তম জন্মদিন পালন করেছে ।আজ প্রয়াস সংগঠনের রাজ্য প্রভারী কা ও সার আহমেদ লস্কর প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ।
আজকের এই বিশেষ দিনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আজাদ হোসেন লস্কর । অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন জমি রুল হক লস্কর , জহিরু ল ইসলাম বড় ভূঁইয়া , শিউলি নাথ , ইকবাল বাহার মজুমদার, শংকরী দত্ত ও মোজাম্মেল আকতার মজুমদার প্রমুখ । উপস্থিত বিশিষ্ট ব্যক্তি গণ নেতাজির জীবনদর্শনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন ।