DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

শিলচর “প্রয়াস” কার্যালয়ে নেতাজি স্মরণ

নিজস্ব সংবাদদাতা 23 শে জানুয়ারি শিলচর— সারা দেশের সাথে সঙ্গতি রেখে আজ শিলচরের সামাজিক সংগঠন “প্রয়াস” যথাযোগ্য মর্যাদা সহকারে নেতাজি সুভাষ চন্দ্র বসু র  125 তম  জন্মদিন পালন করেছে ।আজ প্রয়াস সংগঠনের রাজ্য প্রভারী কা ও সার আহমেদ লস্কর প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ।

                       আজকের এই বিশেষ দিনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আজাদ হোসেন লস্কর । অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন জমি রুল হক লস্কর , জহিরু ল ইসলাম বড় ভূঁইয়া , শিউলি নাথ , ইকবাল বাহার মজুমদার, শংকরী দত্ত ও মোজাম্মেল আকতার মজুমদার প্রমুখ । উপস্থিত বিশিষ্ট ব্যক্তি গণ নেতাজির জীবনদর্শনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন ।