নিজস্ব সংবাদদাতা বড় খলা 24 শে জানুয়ারি– বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড় খলা ও শাল চাপ রা উন্নয়ন খণ্ডের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আজ ডলু চা বাগানের ক্লাব গৃহে র্সর্বাঙ্গীণ মানব কল্যান সংঘের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজসেবী বিজয় দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বাঙ্গীণ মানব কল্যান সংঘের সাধারণ সম্পাদক আইনজীবী তন্ময় পুর কায় স্থ আজকের সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন ।
উপস্থিত দুই উন্নয়ন খণ্ডের বিশিষ্ট জনে রা রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে উঠে এই দু উন্নয়ন খণ্ডের উন্নয়ন মূলক কাজের খতিয়ান তুলে ধরে বলেন যে অনেক পঞ্চায়েত এলাকায় নামে মাত্র কাজ করে বরাদ্দ কৃত অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে , অনেক জায়গায় কোন ধরনের কাজ না করে ও কাজ সেরে নেওয়া হয়েছে বলে দেখানো হয়েছে ।বিশিষ্ট বিজেপি নেত্রী চন্দ্র নাথ পুর এলাকার রুবি চক্রবর্তী বলেন যে তার পঞ্চায়েত এলাকায় দেদার দূর্নীতি হয়েছে , অভিযোগ করে ও কোন কাজ হয়নি বরং আদালতের দ্বারস্থ হয়ে ওঠে কিছু করতে পারেন নি ।এভাবে হাতি ছড়া জিপির প্রাক্তন পঞ্চায়েত সভাপতি স্বপন শুক্ল বৈদ্য বলেন আগে ও যে দূর্নীতি হয়নি তা নয় এখন ডিজিটাল দূর্নীতি চলছে বড় খলা সমষ্টি র বিভিন্ন পঞ্চায়েত এলাকায়, সভায় উপস্থিত জার ই ল তলা জিপির প্রাক্তন সভাপতি বিনায়ক সোম প্রস্তাব করেন যে অরাজনৈতিক ব্যক্তি বর্গ কে নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হোক , সভায় দীপক দাস , প্রদীপ দাস, কৃষ্ণা কর্মকার প্রমুখ ও বর্তমান বড় খলা ও শাল চাপ রা উন্নয়ন খণ্ডের লাগামছাড়া দূর্নীতি নিয়ে তাদের মত ব্যাক্ত করেন ।প্রাসঙ্গিক বক্তব্যে আইন জীবি তন্ময় পুর কায় স্থ বড় খলা উন্নয়ন খণ্ডের এক দীর্ঘ তালিকা দেখিয়ে বলেন যে সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে অর্থ তছনছ করা হয়েছে তা পূর্ববর্তী সরকার কে হার মানাবে । তিনি বরাক সেতুর কথা উল্লেখ করে বলেন যে বৃহত্তম এলাকার মানুষের মতামত কে ডিঙিয়ে বরাক সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়ার ব্যাপারে গভীর দুঃখ প্রকাশ করেন । তিনি আজকের এই সভায় দুই উন্নয়ন খণ্ডের বিশিষ্ট সমাজসেবী ও অ রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে এক শক্তিশালী দূর্নীতি বিরোধী সংস্থা গঠনের উপর গুরুত্ব আরোপ করেন ।ভিড়ে ঠাসা সভায় উপস্থিত আমন্ত্রিত গন সর্বসম্মতি ক্রমে একটি সংস্থা গঠনের দায়িত্ব সর্বাঙ্গীণ মানব কল্যান সংঘের সাধারণ সম্পাদক কে তুলে দেন ।
পরিশেষে সভার সভাপতি বিজয় দাস তার বক্তব্যে তুলে ধরেন আজকের এই সভার গুরুত্ব । তিনি বলেন আজকের সভার আয়োজন সঠিক সময়ে আহবান করা হয়েছে ।এইসব নিয়ে অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছতে হবে তাহলে আগামী দিনে দেদার দূর্নীতি র লাগাম টানা সম্ভব হবে ।