DIGITAL

December 4, 2023

APTCE 18538973148

পুনর্গঠন করা হলো লক্ষীপুর ভাষা শহীদ মিনার সমিতি

নিজস্ব সংবাদদাতা 25 শে জানুয়ারি শিলচর– গতকাল লক্ষীপুর বালিকা বিদ্যালয়ে লক্ষীপুর ভাষা শহীদ মিনার সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শিল্প জিত পাল , সভায় বিগত দিনের কাজের খতিয়ান ও সমিতির আয় ব্যয়ের হিসাব সভায় তুলে ধরেন অসীম রায় মহাশয় ।সভায় বিদায়ী সভাপতি শিল্প জিত পাল নূতন  কমিটি গঠন করার প্রস্তাব উত্থাপন করলে  উপস্থিত সদস্যরা আলাপ আলোচনা করে নূতন কমিটি গঠন  করেন ।

                        সভায় নিম্ন বর্ণিত ব্যাক্তি গন কে নিয়ে লক্ষীপুর ভাষা শহীদ মিনার সমিতি পুনর্গঠন করা হয় । সভায় সাত্যিক দাস কে সভাপতি ,গুঞ্জন কর কে সম্পাদক মনোনীত করে তেরো সদস্য বিশিষ্ট সমিতি গঠন করা হয় । সমিতিতে সহ সভাপতি  হিসাবে  বিম লেনদু চক্রবর্তী  , সহ সম্পাদক  পদে বিশাল রায় , সাংস্কৃতিক সম্পাদক পদে কার্তিক রায় , এবং সদস্য হিসেবে নবেন দূ শেখর চক্রবর্তী ,,কমলে ন্দু  চক্রবর্তী , স্বপন চন্দ , অশোক রায় শুভেন্দু, চক্রবর্তী কে মনোনীত করা হয়।