অসীম রায় লক্ষীপুর 27 শে জানুয়ারি— প্রজা তন্ত্র দিবসে ভিন্ন ধরনের কার্য সূচী হাতে নিয়ে লক্ষীপুর মহকুমার সামাজিক সংগঠন সমর্পণ ফাউন্ডেশন গতকাল এ মহকুমার বেশ কটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা রোগীদের মধ্যে মোট পঞ্চাশ টি কম্বল বিতরণ করে তাঁদের আশু আরোগ্যলাভ কামনা করা হয়।
যে সব হাসপাতালে কম্বল বিতরণ করা হয়েছে সে গুলো হলো লক্ষীপুর হাসপাতাল ,লা বক চা বাগানের হাসপাতাল , জিরি ঘাট হাসপাতাল , ছোট মাম দা হাসপাতাল ও বাঁশ কান্দি হাসপাতাল । রোগীরা এই শীতবস্ত্র পেয়ে অত্যন্ত খুশি ব্যক্ত করেছেন বলে জানা গেছে ।