DIGITAL

June 6, 2023

APTCE 18538973148

72 তম প্রজা তন্ত্র দিবস পালন করলো বি হাড়া সেবা শক্তি ক্লাব

নিজস্ব সংবাদদাতা কাঠি গড়া 27 শে জানুয়ারি—  গতকাল বি হাড়া এলাকার অগ্রণী সামাজিক সংগঠন বি হাড়া সেবা শক্তি ক্লাব যথাযোগ্য মর্যাদা সহকারে বাহাত্তর তম প্রজা তন্ত্র দিবস পালন করেছে ।পতাকা উত্তোলনের পর এক সভা অনুষ্ঠিত হয়, সভায় উপস্থিত বক্তারা প্রজা তন্ত্র দিবসের তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা করেন । এরপর পূর্বে র কার্য সূচী মতো সত্তর জন দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় ।

                   সংস্থার এই  জনসেবা মূলক কার্য সূচী কে   এগিযে নিতে সাহায্যের হাত বাড়িয়ে দেন নবেন্দু চৌধুরী কালা ইন , কমলেশ সিনহা , শিলচর  ,  অমলং শু দাস  সে উ তি , চন্দন পাল , শিব টিলা , পাপ লু দাস লম্বা টিলা, পি নাক রায় হালদার প্রমুখ ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সেবা শক্তি ক্লাবের সভাপতি পিঙ্কু রায় হালদার , উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক পিন্টু শীল , সহ সম্পাদক অসীম শুক্ল বৈদ্য , বি জু কর, উত্তম দাস,   প্রমুখ সদস্য বৃন্দ ।