ইউসুফ আলী বড় ভূঁইয়া শিলচর 29 শে জানুয়ারি– সারা আসাম রাজ্যে র সঙ্গে সঙ্গতি রেখে আজ উদার বন্দ থানায় গ্রাম রক্ষী বাহিনীর প্রতিষ্টা দিবস যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করা হয় ।এই উপলক্ষে আজ উদার বন্দ থানা চত্বরে পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয় ।প্রতিষ্টা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাম রক্ষী বাহিনীর প্রতিষ্টা তা স্বর্গীয় হরি নারায়ণ বরূয়া র স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপস্থিত গ্রাম রক্ষী বাহিনীর সম্পাদক ও সদস্য গন ।উপস্থিত ছিলেন উদার বন্দ থানার পুলিশ অফিসার গন ।