সৌগত নাথ করিম গঞ্জ 30 শে জানুয়ারি— গত 28 শে জানুয়ারি সীমান্ত জেলা উত্তর করিম গঞ্জের বিস্কুট গ্রামে এক দুঃসাহসিক ডাকাতি কাণ্ড সংগঠিত হয়েছে ।সূত্রের খবর ঐ দিন রাত আনুমানিক পৌনে দুটো নাগাদ ওই এলাকার বাসিন্দা মাখন দাসের ছেলে অমরে ন্দ্র দাসের ঘরে একদল ডাকাত প্রবেশ করে । আচমকা ঘরে ডাকাত দল প্রবেশ করে বাড়ীর গৃহ কর্তাকে বেধড়ক মারধর করে, কোনকিছু বুঝার আগেই তাকে রক্তাক্ত করে ফেলে , গৃহ কর্তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন তার স্ত্রী ও এক নাতি সঞ্জয় দাস ।
এখানে উল্লেখ্য যে করিম গঞ্জ জেলার বিভিন্ন এলাকায় যেখানে হিন্দু বসতি কম সেখানে প্রায় ই হিন্দুদের জায়গা জমি দখল করতে একাংশ গোষ্ঠীর তৎপরতা দীর্ঘদিন ধরেই পরিলক্ষিত হচ্ছে ।কখনো বা জবরদস্তি জমি দখল ও ডাকাতির পন্থা অবলম্বন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ।সেদিনের বিস্কুট গ্রামের ঘটনা সেই একই রকম বলে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে ।এই ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে জনৈক ই বাদ উদ্দিন আহমেদ কে পুলিশ গ্রেফতার করেছে বাকি দুষ্কৃতীরা পলাতক বলে জানা গেছে ।