DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

উত্তর করিম গঞ্জ এলাকার বিস্কুট গ্রামে দুঃসাহসিক ডাকাতি

 সৌগত নাথ করিম গঞ্জ  30 শে জানুয়ারি— গত 28 শে জানুয়ারি সীমান্ত জেলা  উত্তর করিম গঞ্জের বিস্কুট গ্রামে এক দুঃসাহসিক ডাকাতি কাণ্ড সংগঠিত হয়েছে ।সূত্রের খবর ঐ দিন রাত আনুমানিক পৌনে দুটো নাগাদ ওই এলাকার বাসিন্দা   মাখন দাসের ছেলে  অমরে ন্দ্র দাসের ঘরে একদল ডাকাত প্রবেশ করে । আচমকা ঘরে ডাকাত দল প্রবেশ করে বাড়ীর গৃহ কর্তাকে বেধড়ক মারধর করে, কোনকিছু বুঝার আগেই তাকে রক্তাক্ত করে ফেলে , গৃহ কর্তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন তার স্ত্রী ও এক নাতি সঞ্জয় দাস ।

                  এখানে উল্লেখ্য যে করিম গঞ্জ জেলার বিভিন্ন এলাকায় যেখানে হিন্দু বসতি কম সেখানে প্রায় ই হিন্দুদের জায়গা জমি দখল করতে একাংশ গোষ্ঠীর তৎপরতা দীর্ঘদিন ধরেই পরিলক্ষিত হচ্ছে ।কখনো বা জবরদস্তি জমি দখল ও ডাকাতির পন্থা অবলম্বন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ।সেদিনের বিস্কুট গ্রামের ঘটনা সেই একই রকম বলে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে ।এই ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে জনৈক ই বাদ উদ্দিন আহমেদ কে পুলিশ গ্রেফতার করেছে বাকি দুষ্কৃতীরা পলাতক বলে জানা গেছে ।