DIGITAL

June 6, 2023

APTCE 18538973148

উদার বন্দ বিধানসভা কেন্দ্রে আবারো মিহির কান্তি সোম কে চাই , জোরালো দাবি উঠেছে

 নিজস্ব সংবাদদাতা উদার বন্দ 1  লা ফেব্রুয়ারি– ইদানিং একদিকে যেমন উদার বন্দ বিধানসভা কেন্দ্রে বিজেপির নূতন মুখের দাবি উঠেছে ঠিক তেমনি বর্তমান বিধায়ক কে পুনরায় টিকিট দেওয়ার দাবি উঠেছে । অতি সম্প্রতি ঝাঁপির বন্দ এলাকায় বিজেপির এক সভা অনুষ্ঠিত হয় , সভায় উপস্থিত কর্মী গন বর্তমান সরকারের কল্যান মূলক কাজের মূল্যায়ন করে পুনরায় বিজেপির টিকিটে মিহির কান্তি সোম কে বিপুল ভোটে জয়ী করার সংকল্প করেন ।

    এখানে উল্লেখ্য যে বর্তমান সরকারের আমলে জনসাধারণের জন্য যে সব কর্ম সূচী হাতে নেওয়া হয়েছে পূর্ব তন কোন সরকাসরকারের আমলে হয়নি বলে মত প্রকাশ করেছেন ।তাদের দাবি মিহির কান্তি সোমের সময়ে যে সব কাজ হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে না। সেদিনের সভায় উপস্থিতি চোখে পড়ার মতো বলে জোরদার চর্চা শুরু হয়েছে।