DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

বড় খলা সমষ্টি ভিত্তিক সর্বাঙ্গীণ মানব কল্যান সংঘের নূতন কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে

 নিজস্ব সংবাদদাতা বড় খলা 1 লা ফেব্রুয়ারি—– বড় খলা সমষ্টি র নামকরা সামাজিক সংগঠন  সর্বাঙ্গীণ মানব কল্যান সংঘের নূতন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।গতকাল সংঘের বর্ধিত সভায় বিশদ আলোচনা করে সংঘের পরিধি বড় খলা সমষ্টি ভিত্তিক প্রসারিত করার লক্ষ্যে মোট একচল্লিশ সদস্য বিশিষ্ট একটি  কমিটি গঠন করা হয় ।

                 সভায় মানব কল্যান সংঘের পক্ষে আইনজীবী তন্ময় পুর কায় স্থ বলেন যে পূর্বে আমাদের সংগঠনের পরিধি সীমিত ছিল , বর্তমানে এই সংগঠনের বিস্তার একান্ত আবশ্যক হয়ে পড়ায় সমষ্টি ভিত্তিক সর্বাঙ্গীণ মানব কল্যান সংঘের এক শক্তিশালী কমিটি গঠন করার প্রস্তাব উত্থাপন করলে উপস্থিত সদস্যরা একবাক্যে তা সমর্থন করেন ।কমিটি গঠন নিয়ে বিশদ আলোচনা করে বড় খলা ও শাল চাপ রা উন্নয়ন খণ্ডের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আজ একচল্লিশ সদস্য বিশিষ্ট বড় খলা সর্বাঙ্গীণ মানব কল্যান সংঘের নূতন কার্যকরী কমিটি গঠন করা হয় ।কমিটির সভাপতি হিসেবে বিশিষ্ট সমাজসেবী তথা  বরাক নিউজ এক্সপ্রেসের কর্ণধার বিজয় দাস কে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিশিষ্ট আইনজীবী তন্ময় পুর কায় স্থ কে সর্ব সম্মতি ক্রমে মনোনীত করে মোট একচল্লিশ সদস্য বিশিষ্ট একটি কার্য করী কমিটি গঠন করা হয় ।আজকের সভায় গৃহীত প্রস্তাব মতে সকল  সদস্যদের সাথে যোগাযোগ করে এক বিশেষ সভা আহ্বান করার জন্য সাধারণ সম্পাদক মহাশয় কে দায়িত্ব অর্পণ করা হয় ।