DIGITAL

September 24, 2023

APTCE 18538973148

লক্ষীপুর রাজস্ব চক্রে 9 ফেব্রুয়ারী থেকে 23 ফেব্রুয়ারি খাজনা আদায় শুরু হবে

 নিজস্ব সংবাদদাতা লক্ষীপুর 1 লা ফেব্রুয়ারি—– লক্ষীপুর রাজস্ব চক্রে র অন্তর্গত বিভিন্ন পরগনার   1427  বাংলার জমির খাজনা আদায় করার জন্য নিম্ন বর্ণিত স্থানে খাজনা আদায় শিবির খোলা হবে ।এইসব শিবিরে জমির মালিক গন তাঁদের নিজ নিজ জমির খাজনা জমা দিতে পারিবেন  ।

             নিম্ন বর্ণিত শিবির গুলো তে ঐ মৌজার জমি মালিকদের খাজনা আদায় করা হবে—-9-10 ফেব্রুয়ারি বাঁশ কান্দি পরগনার খাজনা চন্দ্র পুর জিপি অফিসে আদায় করা হবে ,16-17 ফেব্রুয়ারি লক্ষীপুর পরগনার খাজনা হরি নগর জুনিয়র বেসিক স্কুলে আদায় করা হবে, 19-20 ফেব্রুয়ারি জয়পুর পরগনার খাজনা আদায় করা হবে কাম রাঙা বন্দ জিপি অফিসে ,23 ই ফেব্রুয়ারি রূপা ই বালি পরগনার খাজনা 111 নং সিঙ্গে র বন্দ প্রাথমিক বিদ্যালয়ে আদায় করা হবে ।এইসব শিবিরে জমির মালিক গন কে নিজ নিজ খাজনা জমা দিতে লক্ষীপুর রাজস্ব চক্রে র আধিকারিক অনুরোধ জানিয়েছেন ।

             লক্ষীপুর তথ্য ও জনসংযোগ বিভাগের এক প্রেস বার্তায় এই খবর