নিজস্ব সংবাদদাতা উদার বন্দ 3 রা ফেব্রুয়ারি— আজ বেশ কিছু দিন ধরে নগর চা বাগানের শ্রমিকরা বাগান ম্যানেজারের স্বৈরাচারী আচরণের অভিযোগ এনে বাগানে লক আউট ঘোষণা করে পরিচালন সমিতির বিরুদ্ধে অবস্থান ধর্মঘট শুরু করেছেন ।গতকাল পর্যন্ত বাগান কর্তৃপক্ষ তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করেননি । দীর্ঘদিন ধরে কাজ নেই তাই বাগানের শ্রমিকদের খাদ্য সংকট দেখা দিয়েছে ।তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তাদেরকে বিভিন্ন দল সংগঠনের তরফে সাহায্য প্রদান করা হয়েছে । এই বাগানের শ্রমিকদের দের বর্তমান সংকটের খবর প্রাক্তন বিধায়ক রাহুল রায়ের কাছে তার সমর্থকরা তুলে ধরলে রাহুল বাবু গতকাল কলকাতা থেকে ফিরে এসে সোজা নগর চা বাগানের শ্রমিকদের সঙ্গে দেখা করেন , তিনি মনোযোগের সহিত তাদের অভিযোগ শুনে উর্ধ তন কতৃপক্ষে র সাথে যোগাযোগ করে সমস্যা মেটানোর চেষ্টা করবেন বলে আশ্বাস প্রদান করেন ।
এদিকে রাহুল রায়ের নগর চা বাগান যাওয়ার খবর চাউর হতেই সমগ্র উদার বন্দ বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক বিশ্লেষ ক দের মধ্যে বিরাট চরকা শুরু হয়েছে ।তাহলে কি রাহুল রায় একুশের বিধানসভা নির্বাচনে উদার বন্দ বিধানসভা কেন্দ্রে লড়াইয়ে নামার সম্ভাবনা আছে ? এভাবেই গতকাল থেকে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে ।এদিকে এক সূত্রে জানা গেছে বিজেপি- জোটের প্রার্থী হিসেবে তাকে উদার বন্দ বিধানসভা কেন্দ্রে দেখা যেতে পারে ।