DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য নিয়ে কংগ্রেস মহলে জোরদার চর্চা শুরু হয়েছে

 নিজস্ব সংবাদদাতা করিম গঞ্জ 5 ই ফেব্রুয়ারি— একেই বলে বিনাশ কালে বিপরীত বুদ্ধি, সমগ্র রাজ্য জুড়ে যখন বিজেপির উত্থান আটকাতে সব রাজনৈতিক দল একজোট হয়ে মাঠে নেমেছেন ঠিক সেই মুহূর্তে প্রদেশ কংগ্রেস সভাপতি রি পুন বরা বরাক উপত্যকা সফর কালে করিম গঞ্জ জেলার পনেরো ঘর খেলার মাঠে হুঙ্কার সভায় উপস্থিত হয়ে সংখ্যালঘু ভোট টানতে যে বক্তব্য রেখেছেন তা মোটের উপর পরিপক্ক বক্তব্য নয় বলে কংগ্রেসের হিন্দু সমর্থকেরা মনে করেন ।বর্তমানে রাম মন্দির কে সামনে রেখে বিজেপি নেতৃত্ব যে ভাবে ঘর ঘর পানি পৌছানোর মতো হিন্দু ধর্মের মানুষের ঘরে দশ টাকার কুপন পৌঁছে দিয়ে যে ভাবে অধিকাংশ মানুষের মগজ ধোলাই করতে নেমে পড়েছে সেই সময় ওই সব মানুষের কাছে কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীদের  কাজে লাগানোর চেষ্টা না করে কংগ্রেস দল ধর্মীয় সংখ্যালঘু দের ভোট টানতে আর এস এস কে উৎখাত করতে যে বক্তব্য রেখেছেন তা আখেরে বিজেপির যে লাভ হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না বলে রাজনৈতিক বিশ্লেষ ক গন মনে করছেন ।

                    বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষন করলে দেখা যায় শতবর্ষ পুরানো রাজনৈতিক দলে ভা ষি ক সংখ্যালঘু  দের উপস্থিতি পূর্বের চেয়ে তলানিতে ঠেকেছে , সেটাকে উপরে উঠানো র মত কোন পদক্ষেপ দলের তরফে নেওয়া হয়নি ।বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে বিজেপির বিকল্প হিসেবে কংগ্রেসের  প্রয়োজন আছে , কিন্তু দলীয় নেতৃত্ব সে ভাবে গুরুত্ব দিতেছেন না ।সম্প্রতি বরাক উপত্যকার  ভাষী ক সংখ্যালঘু জনসাধারণ কংগ্রেসের দিকে কিছুটা  ঝুঁকি দিয়েছিলেন , কিন্তু এর মধ্যে রাম মন্দির নির্মাণের ইস্যু নিয়ে বিজেপির রন কৌশল অল্প হলে সেই ঝুঁকি টার উপর একটা প্রভাব বিস্তার করেছিল , তথাপি শূন্য র কোটায় পৌছায় নি , কিন্তু করিম গঞ্জ জেলার পনেরো ঘর খেলার মাঠে প্রদেশ কংগ্রেস সভাপতি যে বক্তব্য দিয়েছেন তাতে কিন্তু লাভের লাভ হয়ে গেছে বিজেপির বলে করিম গঞ্জ জেলার বেশ কিছু কংগ্রেস সমর্থক মত প্রকাশ করেছেন ।জনৈক সমর্থক এই প্রতিবেদকের কাছে একরাশ বিরক্তি নিয়ে বললেন আর এস এস হিন্দুদের কাছে এক অ রাজনৈতিক সংগঠন এটার সাথে হিন্দুদের বিরাট যোগ আছে । দল এক জিনিস , তাই উৎখাত করার আহবান মোটেই ভাল চোখে দেখছেন না তারা ।